Top News

সরাসরি মিরপুর টেস্ট: ২ বলের ব্যবধানে আউট মাহমুদুল ও জাকের

 

পিটের শিকার মাহমুদুল, মহারাজের শিকার জাকের

প্রথম সেশনে ধুঁকতে থাকা বাংলাদেশের উইকেট পতনের মিছিল দ্বিতীয় সেশনেও থামেনি। শুরুতে দক্ষিণ আফ্রিকার পেসার দাপট দেখালেও এখন স্পিনাররা ছড়ি ঘোরাতে শুরু করেছেন। মধ্যাহ্ন বিরতির পর ২ বলের ব্যবধানে আউট হলেন ওপেনার মাহমুদুল হাসান ও অভিষিক্ত জাকের আলী।

৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

উইকেট শুষ্ক হবে, চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে—টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে এটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। কিন্তু টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগেই ৬০ রানে হারিয়ে ফেলেছে ৬ উইকেট। আউট হয়ে গেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের ৬ উইকেটের প্রথম ৫টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা। মুল্ডার নিয়েছেন ৩ উইকেট, রাবাদা ২টি। অন্য উইকেটটি নিয়েছেন স্পিনার কেশব মহারাজ।

মিরাজকে ফেরালেন মহারাজ

রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ফুলিশ লেংথের আর্ম বল দিয়েছিলেন কেশব মহারাজ। টার্ন করবে ভেবে মিরাজ সামনের পায়ে এসে বলটি খেলেন। বল আঘাত করে তাঁর সামনের প্যাডে। আম্পায়ার নিতিন মেনন আঙুল তুলে আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নেন। কিন্তু থার্ড আম্পায়ার টিভি রিপ্লে দেখে নিতিন মেননের সিদ্ধান্ত বহাল রাখেন।

মিরাজের আউটে ৬০ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ। এই আউটের সঙ্গে সঙ্গেই লাঞ্চ বিরতি হয়ে গেছে।

৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ

সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের পর ফিরে গেছেন লিটন দাসও। ৪৫ রানে ৫ উইকেট হারানোর পর ৫০ রান পেরিয়েছে বাংলাদেশ। উইকেটে আছেন মাহমুদুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

২২: ৩৬

মুশফিকের পর লিটনকেও ফেরালেন রাবাদা

এ কি পাখি, নাকি উড়োজাহাজ! বলটি তাঁর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছিল। ট্রিস্টান স্টাবস উড়লেন এবং ছো মেরে ক্যাচটি নিলেন। ঠিক যেন বাজপাখি শিকার ধরল! রাবাদার বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে লিটনের দিকে যাচ্ছিল। আলতো হাতে শট খেললেন তিনি। বল চলে যাচ্ছিল দ্বিতীয় ও তৃতীয় স্লিপের মধ্য দিয়ে। কিন্তু স্টাবস সেটাকে আর যেতে দিলেন কই!

বাংলাদেশ ৪৫ রানে পঞ্চম উইকেট হারাল। লাঞ্চ বিরতির আগেই বাংলাদেশের অর্ধেক ব্যাটসম্যান শেষ।

রাবাদার ৩০০
টেস্ট ক্রিকেটে কাগিসো রাবাদার ৩০০তম শিকার মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে ৩০০ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। তাঁর আগে যে পাঁচ দক্ষিণ আফ্রিকান বোলার ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, তাঁরাও সবাই পেসার—অ্যালান ডোনাল্ড, শন পোলক, মাখায় এনটিনি, মরনে মরকেল ও ডেল স্টেইন।
মুশফিকের আউটে ৪০ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। রাবাদার অফ সাইডে পিচ করা বলটি দ্রুত ভেতরের দিকে আসে। মুশফিক একটু দেরিতেই লাইন কাভার করতে গিয়েছিলেন। তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। উপড়ে যায় স্টাম্প।

২১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেনও। ২১ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন পেসার উইয়ান মুল্ডার। নাজমুলের বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।

এবার আউট মুমিনুল
শুরু থেকে নড়বড়ে মনে হচ্ছিল মুমিনুল হককে। যদিও উইয়ান মুল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরে জড়তা কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলেন। কিন্তু টিকতে পারলেন না। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিলেন মুমিনুল।

Post a Comment

Previous Post Next Post