Top News

ভিসা ছাড়াই ৫টি দেশ থেকে ঘুরে আসতে পারেন, খরচও অনেক কম

 

ভিসা ছাড়াই ৫টি দেশ থেকে ঘুরে আসতে পারেন, খরচও অনেক কম
শুধু পাসপোর্ট  দিয়েই 
ট্র্যাভেল ডেস্ক : শখ আর স্বপ্ন যখন মিশে যায় তখন কী হয়? পাসপোর্ট ও ভিসা ছাড়া বিদেশে ঘুরতে যাওয়াটা বোধহয় তেমনই এক ব্যাপার। কিন্তু সত্যিটা হল, বিনা পাসপোর্ট ও ভিসাতেই এবার ঘুরে আসুন বিদেশ! যদিও আমরা জানি দেশের সীমানা পার করে অন্য কোথাও যেতে হলে পাসপোর্ট থাকতেই হবে। সেইসঙ্গে যেই দেশে যাবেন সেখানকার নির্দিষ্ট সময়ের ভিসা অ্যাপ্রুভাল‌ও প্রয়োজনীয় বিষয়। কিন্তু পাঁচটি দেশ খুব কম খরচে ভিসা ছাড়াই পর্যটকদের স্বাগত জানাচ্ছে।কম্বোডিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন পর্যটকরা অত্যন্ত কম খরচে সেই সুযোগ পাওয়া যাচ্ছে।কম্বোডিয়া : ভিসা ছাড়া পর্যটকরা বিদেশে ঘুরতে যেতে পারবেন বিষয়টা পুরোপুরি এমন নয়। এই পাঁচটি দেশে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে দেশ থেকে ভিসা করতে হবে না। এগুলি পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরেই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দিয়ে দেওয়া হবে।

কম্বোডিয়ায় অন আ্যগরাইভাল ভিসার জন্য পর্যটকদের খরচ হয় মাত্র ২,৩১৬ টাকার আশেপাশে। এই দেশের বিমানবন্দরে পৌঁছে অন অ্যারিভাল ভিসা পেতে হলে আপনাকে নিজস্ব পাসপোর্ট, ফটো ফিরে যাওয়ার প্লেনের টিকিট ও কম্বোডিয়ার কোথায় থাকবেন সেই হোটেলের বুকিংয়ের যাবতীয় তথ্য দেখাতে হবে। এদেশে ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post